হাই ভোল্টেজ পরিমাপন যন্ত্রপাতি
(List the Equipment for High Voltage Measurement)

হাইভোল্টেজ টেস্ট করার জন্য নিম্নলিখিত যন্ত্রপাতি ব্যবহার করা হয়

(i) হাইভোল্টেজ টেস্টিং ট্রান্সফরমার (High Voltage Testing Transformer)

(ii) ভোল্টেজ রেগুলেটিং যন্ত্রপাতি (Voltage Regulating Equipment)

(iii) কন্ট্রোলগিয়ার এবং প্রটেকটিভ ডিভাইস (Controlgear and Protective Devices)

(iv) ভোল্টেজ পরিমাপক যন্ত্রপাতি (Equipment for Voltage Measurement)



যে সকল ইকুইপমেন্টের সাহায্যে হাই ভোল্টেজ পরিমাপ করা যায় তাদের নাম নিচে দেওয়া হলো-

উচ্চে ভোল্টেজ পরিমাপের প্রক্রিয়াকে দুইভাগে ভাগ করা হয়।

(১) ভোল্টেজের rims মান পরিমাপের প্রক্রিয়া।

(২) ভোল্টেজের পিক মান পরিমাপের প্রক্রিয়া।


(১) ভোল্টেজের rms মান নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রপাতি ও প্রক্রিয়া।

(ক) ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার

(i) অ্যাট্রাকটেড ডিস্ক টাইপ ভোল্টমিটার

(ii) অ্যাট্রাকটেড স্ফেয়ার ভোল্টমিটার

(iii) অসিলেটিং ইলিপসসয়েড ভোল্টমিটার


(খ) ট্রান্সফরমার রেশিও মেথড।

(গ) পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি:

(i) রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার

(i) ক্যাপাসিটেন্স পটেনশিয়াল ডিভাইডার

(iii) কমপেনসেটেড ক্যাপাসিটিভ পটেনশিয়াল ডিভাইডার

(ঘ) স্ট্যান্ডার্ড ইম্পিডেন্স মেথড:

(ঙ) পটেনশিয়াল ট্রান্সফরমার মেথড।

( ২) ভোল্টেজের পিক মান পরিমাণের প্রক্রিয়া ও যন্ত্রপাতি:

(ক) ট্রান্সফরমার রেশিও মেথড

(খ) স্ফেয়ার গ্যাপ মেথড

(গ) রেকটিফাইড ক্যাপাসিটর চার্জিং কারেন্ট মেথড

(ঘ) রাইয়াল ক্রেস্ট ভোল্টমিটার

(ঙ) আয়োনিক উইন্ড ভোল্টমিটার


পিক ভোল্টেজ আবার নিম্নলিখিতভাবে পরিমাপ করা যায়-

(a) ক্যাপাসিটার রেক্টিফায়ার ভোল্টমিটার (Capacitor Rectifier Voltmeter)

(b) রাইয়াল ক্রেস্ট ভোল্টমিটার (Ryall Crest Voltmeter)

(c) অ্যাট্রাকটেড ডিস্ক টাইপ ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার (Attracted Disc type Electrostatic Voltmeter)